ও আকাশের তারা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৯-০৩-২২ ইং



আকাশ বুকের তারার মেলা মন যে  দিশেহারা,
আমার ডাকে দাও না সাড়া মন আকাশের তারা।
সাদা মেঘে করছে  খেলা দিবে মনের সাড়া,
শরতের এই বিকাল বেলায়  ও আকাশের তারা।

গোলাপ ফুল কে খোঁপায় তুলে মনে দিলে  নাড়া,
মনটা আমার কেড়ে নিলে ও  আকাশের  তারা।
শত তারার ভিড়ে  বন্ধু   তুমি  দিবে সাড়া,
সুখের বৃষ্টি ঝরে পড়ে দিয়ে গেলে নাড়া।


পেলে সাড়া ওগো তারা মনটা দিশেহারা,
মনটা আমার পাগল পাড়া তোমার প্রেমে তারা।
শত কষ্টে যায় কি ভোলা রসিক প্রেমের তারা,
প্রেমের বাঁধন আত্মার বন্ধন  মনটা দিলে সাড়া।