নতুন কর্ম
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৬-০২-২৩ ইং
ভালো থাকার অভিনয়ে
চলছে কত চেষ্টা,
শক্ত করে ধরছে তারা
হাতের মুঠে ক্যাশটা।
যুব সমাজ ধ্বংসের মুখে
কমছে জ্ঞানের শক্তি,
অল্প কথায় তেরে আশে
কোথায় শ্রদ্ধা ভক্তি।
হাটবাজারে চলছে এখনো
হরেক মালের নিত্য,
গরিব দুঃখী অনাহারে
কেউ দিবে না বিত্ত।
ক্ষেতের ফসল বেড়ায় খাইলো
চলছে নতুন কর্ম,
কলিযুগে এসে দেখলাম
কোথায় তাদের ধর্ম।