নতুন ধানের খই
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২০-০১-২০২২ ইং
আইসো বন্ধু আমার বাড়ি
জামাই আদর পাবে,
খাইতে দিবো দই আর মিষ্টি
কতো কি যে খাবে।
আমণ ধানের চিড়ে হবে
আর নতুন ধানের খই,
বাড়ির গাছের বেলের শরবত
মায়ের বানানো দই।
ঘরের পিছে আম কাঁঠালের
গন্ধে পাগল পারা,
এমন মিষ্টি পাবে কি আর
বলবে তোমায় কারা।
চাঁদ মামার গল্প হবে
থাকবে তুমি সুখে,
বকুল ফুলের মালা গাঁথি
থাকবে কি আর দুঃখে।
কালো গাভীর দুধের ননী
তুলে সকাল বেলা,
সকাল-বিকাল পাখি কেমন
খেলে নতুন খেলা।
আমার বাড়ির সবার মুখে
লেগে থাকে হাসি,
বিকেল বেলায় নৌকা নিয়ে
বিলের ধারে ভাসি।
আমার বাড়ি এসো বন্ধু
সবুজ-শ্যামল পথে,
কচুরিপানা ফুলের সাজ
দেখবে মাঠে-ঘাটে।