নতুন বই
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৬-০১-২০২২ ইং
নতুন দিনে নতুন বইয়ের
নতুন কিছু পড়া,
নতুন বইয়ের গন্ধ মেখে
পড়বো নতুন ছড়া।
নতুন বইয়ের নতুন মলাট
খোকার নতুন ছন্দ,
পাতার মাঝে লেগে আছে
নতুন এক সুগন্ধ।
নতুন বইয়ের নতুন পড়া
নতুন স্বপ্ন আশা,
নতুন বই যে হৃদয় আমার
নতুন ভালোবাসা।
ক্লাস যেনো রঙিন লাগে
নতুন পড়াতে মন,
নতুন স্বপ্ন পূর্ণ হবে
নতুন পড়া গমন।