নুপুর পায়ে
মোঃ বুলবুল হোসেন
তারিখ:-১৯-১২-২০২১ ইং
ও মায়াবী প্রেম পিয়াসীয়
মনটা যদি পায়,
তোমায় দেখে হাজার যুবক
আপন করে চায়।
ইচ্ছে মতো যেথায় খুশি
খেলে যায় খেলা,
পাগল মনটা ছুটে চলে
যায় পড়ন্ত বেলা।
মৃদু হাওয়ায় উড়ে তাহার
এলোমেলো কেশ,
হরিণের নেয় চাহনি তার
দেখতে লাগে বেশ।
ফুটন্ত এক গোলাপ যেনো
দোলা দেয় অঙ্গে,
বেহায়া মন কেঁদে বলে
যাবো তার সঙ্গে।
নুপুর পায়ে ছন্দের তালে
পাখিরা সুর তুলে,
ঠোঁটের কোণে মৃদু হাসি
মনটা যায় ভুলে।