নতুন
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ৩১-১২-২২

কষ্টগুলো ঝেড়ে ফেলো
নতুন কিছু স্বপ্ন,
নতুন বছর নতুন আলো
নতুন কাজে মগ্ন।

নতুন সুরে নতুন ভোরে
জাগাও মনের আশা,
জীবন চলুক রঙিন বেলায়
জানো বাঁচার ভাষা।