নদীর বুকে
মোঃ বুলবুল হোসেন
ও মাঝি ভাই যাচ্ছো কোথায়
তোমার সঙ্গে নিয়ে যাও,
তোমার সুরে জাদু মাখা
পাগল করে আমায় দাও।
নদীর বুকে দিচ্ছো পাড়ি
কোথায় তোমার বাড়ি ঘর,
নদীর পারে একলা বসে
ভাবো কেনো আমায় পর।
তোমার গানের সুর ধরিয়া
নদীর বুকে চলতে চাই,
ভাটিয়ালি পল্লীগীতি
তোমার গানের জীবন পাই।
তোমার গানের মায়ায় পড়ে
সকাল সন্ধ্যা পাশে রই,
নৌকার সাথে হৃদয় দোলে
মনের কথা বলবো সই।
পালের নৌকা ছুটে চলে
মাঝির গানে কতো সুখ,
মিষ্টি গানে সুর তুলেছে
ভুলে গিয়ে সকল দুখ।