নদী
মোঃ বুলবুল হোসেন
তারিখ : ২৫/০৮/২০২১ ইং

জন্ম থেকে ছুটে চলা
নামে আমি নদী,
বুক চিরে জোয়ার-ভাঁটার
মোহানা নাই ফন্দী।

সুদূর অতীত যেমন আমি
একলা বয়ে যেতাম,
কুলু কুলু কলতানে
মনে শান্তি পেতাম।

যেমন মাঝি নৌকা নিয়ে
থাকতো বুকে ভেসে,
গায় মাঝি ভাটিয়ালি সুর
অচিনপুরের দেশে।

আমার বুকে  মাঝির নৌকা
লুকিয়েছে কতো,
দীঘল উদরে তার হিসাব
মিলবে কি ততো।

আজ গতি হয়েছে রুদ্ধ
পারি নাতো  চলতে,
বাঁকে বাঁকে মোড়া বাঁধে
আমার নাই বলতে।

ঘড়ে উঠে আমার বুকে
অসংখ্য ছোটো চর,
বসে থাকি আষাঢ়-শ্রাবণ
বাকিটা সময় পর।