নীতি কথা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১০-০৮-২১ইং
সনের চালে পচন ধরে
ঢোকছে কতো জল,
মুখে বলে বড়ো কথা
নেতা কর্মীর দল।
নীতি কথা বলার সময়
ভেবে দেখি নাই,
ঘর বানাবে জমি দেবো
যতো কিছু চাই।
নেতার দলের কুকুর নেতা
তারাই সবি খায়,
লাইন ধরে ছবি তুলে
তাদের নাইরে দায়।
যাদের আছে তারাই পাবে
গরিবের হয় দুখ,
একটু খানি বাতাস এলে
পায়না খুজে সুখ।
তারি মাঝে বৃষ্টি পড়ে
ভিজে নানান রোগ,
দুঃখের কথা বলবো কারে
আমরা করি ভুগ ।
আমার কষ্টের এই সমাধান
তোমরা দিবে ভাই,
টাকা নিয়ে ঘুমাই যারা
তাদের অভাব নাই।