সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই,
কিছু অমানুষ তাদের জন্য
সকলের বদনাম ভাই।
ভাই বড়ো ধন রক্তের বাঁধন
বলে গেছে গুণীজন,
বর্তমান যুগে পৃথক সবাই
টাকার কারন স্বজন।
আপন আপন করে তুমি
করছো কতো কিছু ,
বিপদ আসিলে দেখিবে
থাকবে না পিছু।
তেলের মাথায় তেল দেবে
জগতের নিয়ম ভাই,
ছন্নছাড়া হবে যেদিন
পাশে যে তোমার নাই।
টাকা পয়সা ছিল তোমার
করছো উলোট পালোট,
এখন তুমি নিঃস্ব হয়ে
দিবেনা তোমায় ভোট।