নিঃসঙ্গ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০১-০৬-২০২২ ইং
দূর আকাশে মেঘের ভেলা
দক্ষিণে হাওয়া বেশ,
এখনো যে অনেক বাকি
বেলা হলো যে শেষ।
কিছু স্মৃতি সংগোপনে
কিছু স্মৃতি জমা,
মনের এই ছোট্ট ঘরের
হবে কি আর ক্ষমা।
কিছু আবেগ জমা খাতায়
থাকবে কি আর রেশ
সাক্ষী ছিল খোলা আকাশ
হাসিটা ছিল বেশ।
কি যাদু করিলা বন্ধু
তোমার রূপেতে শেষ
রঙ্গ নীলা খেলে তুমি
খেলেছ খেলা বেশ।
নীল আকাশের নিচে আমি
তোমায় দেখব বলে
তোমায় ছেড়ে বন্ধু এখন
নিঃসঙ্গ দিন চলে।