জগৎ মাঝে নির্জন প্রান্তর
আমি নিরব বৃক্ষ,
দেখতে শুনতে নিরব দর্শক
বলার নাইতো দক্ষ।
পাপ কুকীর্তি জগৎ মাঝে
নিত্য দিন চলে,
স্বার্থের দৌড়ে বাবা সন্তান
ফেলে দেয় জলে।
দেয়ালের ঐ ভাষা কাড়ে
আগাছার দলে,
তাদের রাজত্বে নাই প্রজা
তার নিয়ম চলে।
পর উপকারী বটবৃক্ষের
সবাই ডাল ভাঙে,
বিপদ সময় কাছে টানে
আঘাত কর রঙে।
কতো ফন্দি তাদের মনে
বাঁচার উপার নাই,
আঁধার রাতের রাজত্ব তার
বলতে কি আর পাই।