নারী
তোমরা কি জানো
মেয়াগো নিজের কইয়া কিছুই নাই।
এক সুময় হেরা বাফের কাঁন্দে বোঝা
আবার কোন একসুম হেরা মায়ের অভিশাপ
আর ভাই বোনের কাছে হেরা অতিরিক্ত বোঝা।
আর পূর্ণবয়স্ক ওইয়া মাইয়ারা তার মন প্রাণ এক পুরুষেরে দিয়া দেয়।
আর পুরুষ নামে হেই জামাইডা এদ্দুল্লা চুনা তনে পান খইলেই মাইয়াডার রক্ষা নাই।
নগে নগে দুই এক কথা হুনাইয়া দেয়।
যে পুরুষ একসুময় ওই মাইয়াডারে পাওয়ার নিগা চাঁনডারেও হাতের মুঠে আইনা দেয়।
হে মুনে করতো মাইয়াডা হের জীবনে বেবাককিছু হেরে ছাড়া বাঁচাহাবো না।
যে জামাই তোমার নিগা বিষ পান করতেও রাজি।
আইজকা হেই জামাই তোমারে এব্যা কষ্ট দেয় চোকের জলে বুক বাইসা যায়।
আর তুমি এই নরক তনে বাঁচপার নিগা লাইগা কতইনা চেষ্টা করবা।
তয় তহন তোমার যাবার কোনো পথ থাকপো না।
তহন এই মাইয়াডারে রক্ষা করার নিগা কেওউ আইগাই আবো না।
যহন তুমি বাফের কাছে যাবা তহন বাফে তোমারে কবো-
তোমারে তো বিয়া দিয়া দিছি দায়িত্ব আমার শেষ হইয়া গেছে
মায়ের বুগলে গেলে মা কবো আমারও একই কথা
স্বামীর সংসারে দুই এক কথা ওইয়াই থাকে।
তাই বইলা কি ঘর ছাইড়া দিওন নাগবো?
ভাইয়ের বুগলে গেলে ভাই কবো
দেখ বোন আমি ওফায় বিয়া করছি
এব্যাসুম আমার সংসারে আর ঝামেলা বাড়াবার চাই না।
দয়া কইরা বোন তুই তোর স্বামীর ঘরে চইলা যা
এট্টু মানাইয়া চলার চেষ্টা কর।
দেকপি একসুম বেবাককিছু ঠিক ওইয়া যাবো।
এক সুময় স্বামীর, শশুর, শাশুড়ির নির্যাতনে মাইয়াগো ঘর ছাড়ন নাগে
তহন তার যাবার কোনো পত থাকে না।
নদীর কূল ভাইঙ্গা গেলে যেবা জোড়া নাগে না হেবা নারীর সংসার ভাইংগা গেলে আর কোন কূলকিনারা খুইজা পায় না ।
তহন ঘর থিকা বাইর হইয়া গেলে-
এই মাইয়াডা কোনো যাবো?
অন্ধাইরে এলকা পথ চলবার নইলে মাইয়াডা বারবার হায়নার দলের কাছে শিকার ওননাগে।
এই অন্ধকার রাইতে হেইই নারীর কি গতি ওবো?
তাই আমাগো হগ্গলের উচিত নারীগো সম্মান করা।
আমাগো যেবা চাওয়া পাওয়া আছে
হেবা তাগোও চাওয়া পাওয়া আছে
তাগো চাওয়া-পাওয়া রে আমাগো গুরুত্ব দেননাগবো।
দুজনের চাওয়া পাওয়ারেই সমান গুরুত্ব দেননাগবো।
দুইজন দুইজনারে বোঝার চেষ্টা করন নাগবো।
তেলেই সংসার আর বাংবো না।