নারী
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৯-১২-২০২২ ইং


ঘরের শান্তি পেতে হলে
মানিয়ে চলতে হয়,
এই কথাটি বড় দাদু
বলেছেন মিথ্যা নয়।

বর্তমানে  সবকিছু তে  
দাদুর কথাতে মিল,
নয় ছয় করলে লাভ হবেনা
যতই করিবে বিল।

তিন পুরুষ দেখে এলাম
বউয়ের কথায় ভক্ত,
কেমন করে বিড়াল হলো
যারা ছিলো শক্ত ।

জীবন আমার ধন্য হলো
পূর্বপুরুষের জন্য,
ঘরের শান্তি রয় না ক্লান্তি  
চাইনা হতে অন্য।

তারাও মানুষ আমার মত
নয় তো কিন্তু ভয়ে,
নারী পাবে স্বাধীনতা
আমার মত করে।