নারী হলো জগৎ জননী
কারো না কারো বোন
নারী হলো ঘরের লক্ষী
হায়নার দলেরা শোন।
সমাজে চলা আজ দেখি
নারীর আছে যে ভয়,
স্বাধীন দেশে অস্বাধীন আজ
জগৎ মাঝে কি হয়।,
নারীর জন্য হায়নার দল
ভবে মাঝে তোরা,
সেই নারী আজ ধর্ষিত কেনো
জবাব চায় যে ওরা।
মেয়ের বাবা সারাখন যে
থাকে যে আতঙ্কে,
সুস্থভাবে ঘরে ফিরলে
মনে শান্তি থাকে।
নারী তুমি মমতাময়ী
যেনো ফুটন্ত ফুল,
নারী তুমি জগৎ জননী
এক চুলো নাইরে ভুল।