প্রয়োজন যদি ডাকনাম হয়
চাহিদার শেষ ভাষা,
প্রিয়জন তবে খুব সংক্ষেপে
নামহীন ভালোবাসা।