মূর্খ করে রাজ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৫-১০-২০২২ ইং
দাদা আমার গায়ের মোড়ল
নাতি নাসায় ঠ্যাঙ,
নেতার বাড়ি কুকুর নেতা
লাফায় যেমন ব্যাঙ।
সম্মানের ভয় লুকিয়ে থাকে
যারা ছিল বাঘ,
নীতি কথা বলতে গেলে
কুকুর করে রাগ।
আগে যারা বানতো বাড়া
এখন ফাঁকি বাজ,
গায়ের জোরে পাহাড় ঠেলে
মূর্খ করে রাজ।