মনের বাড়ি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৯-০৭-২০২১ইং

মনের ঘরে  বৃষ্টি ঝরে
আঁধার বারিধারা,
ঝরলে তুমি লাগে আঁধার
নদী পায় কিনারা,

ইচ্ছে করে সাঁতার কাটি
চঞ্চল আমার হিয়া,
পূর্ণ আশা সাগর বুকে
মাতাল ঢেউ এ গিয়া।

মনের ঘরে কালবৈশাখী
উচ্চ প্রতিধ্বনি,
বেহায়া মন দিচ্ছে সারা
মাতাল মোমদানি।