মন যে তোমার চাওয়া বেশি
মন কি হয়েছ সুখি,
লোভে যে পাপ পাপে মৃত্যু
বুঝেছ হয়ে দুঃখী।
মন তোমার চাওয়া বাড়ালে
দুঃখী হবে ক্রমাগত,
আয়রের চাইতে ব্যয়তো বেশী
পরিকল্পনা করো যত।
সফল হবেনা চেষ্টা করলে
দুঃখ যাবে ঘামিয়ে,
মন শান্তিতে থাকতে চাইলে
চাওয়া দাও কমিয়ে।
মন কি তোমার শান্তি চাই না
কেনো এত দুঃখ বাড়াই,
মন তুমি নিজেকে সামলাও
হবে না কোন বড়াই।
মন চলো আজ সত্যের পথে
চাওয়া থাকবে অল্প,
সুবুরে জানি মেওয়া ফলে
নয়তো কোনো গল্প।