মলম পার্টি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৬-০৪-২০২২ ইং


ঈদ এসেছে ঈদ এসেছে
চোর ব্যাটার উৎসব,
ভিড়ের মাঝে সে লুট করে
মালামাল নেয় সব।

মিষ্টি মিষ্টি কথা বলে
পানি পান করে,
মাতাল হয়ে পড়ে থাকে
ঐ  রাস্তার মোড়ে।

মলম পার্টি   বসে আছে
সতর্ক থাকো  সব,
এদের থেকে বাঁচতে চাইলে  
দেখে  চলো  সব ।