টুঙ্গিপাড়া জন্ম তোমার
ধন্য বাংলা ভূমি,
জগৎ বাসী বলে এখন
মহান নেতা তুমি।

ধনী-গরীব সবার তরে
ছিলো তোমার ছায়া,
বাংলার মানুষ কাঁদে শুধু
দেখে তোমার কায়া।

ভাষণ দিয়ে বলেছিলে
লড়াই করব গিয়ে,
দেশ মুক্ত করবো আমরা
মনের শক্তি দিয়ে,

আগস্ট মাস পনের তারিখ
প্রানটা কেড়ে নিলো,
দেশ মানুষকে হায়নার দলে
অনাথ করে দিলো।

স্বাধীন করলে বাংলা ভাষা
ভুলে নাইরে কেহ,
বাঙালি প্রাণ মরে গেছে
পড়ে আছে দেহ।