মহাগুরু
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০১-১০-২০২১ ইং

পরের কথায় কাজটা করে                    
বলছো কেমন হলো?
বিপদ এলে সজন ভুলে
কেউ না  টেনে তোলো।

এতো ভাল হয় কি মানুষ
  ঝুলে থাকে গলায়,
যে তোমাকে সামনে চলায়
সে রয় নিচের তলায়।

একবার তাকে বলে দেখো                      
বিপদে পাশে চাও,
তোমার রাস্তা ভুলে যাবে
যদি হাতটা বাড়াও।

সঠিক পথে জীবন চালাও
কষ্ট হবে ভাই,
বিবেক নামে মহাগুরু
বলছে এগিয়ে যাই।