স্বপ্নে মগ্ন
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৮-০১-২০২৩ ইং


প্রাণের বন্ধু তোমায় ছেড়ে
হয়তো ভালো মনে,
সঁপে জীবন তোমার তরে
দিলে ব্যথা প্রাণে।

স্বপ্নে মগ্ন তোমায় নিয়ে
এই হিয়া গুঞ্জনে,
স্রোতধারা তোমার প্রেমে
ছিলো মন গহনে।

নিশ্চুপে কেন পাগল মনটা
আজ বসে নির্জনে,
ষোল কলা পূর্ণ হলো
ভাবি আপন মনে।

মিষ্টি কথার ফুলঝুরিতে
কত জমা ব্যথা,
কাঁদে মনে ব্যথা প্রাণে
রয় না বলা কথা।