মুজিব
মোঃ বুলবুল হোসেন

মুজিব মানেই চন্দ্র তারা
মুজিব মানে ঝর্ণাধারা।
গুনের কথা বিশ্ব জানে
মিশে আছেন কোটি প্রাণে।
কোটি বাঙালির পরম মিত্র
কেড়ে এনেছেন মানচিত্র।
উদার মনের  মানুষ যেমন
নেই তো কোন সমীকরণ।
মুজিব হলো তোমার আমার,
জাত ভেদাভেদ ভুলে সবার।