বিকাল বেলায় দাদা বলে
জানা একটু শোনে,
রাত্রি কালে তোকে আমি
ডাকতে পারি ফোনে।
ও দাদা ভাই কি হয়েছে
বলো আমায় খুলে,
হাজি বাড়ি যাবো আমরা
মধু আনবো তুলে।
ও দাদা ভাই ভয় লাগে যে
কি করে যাই বলো,
মৌমাছি যদি কামড়ে দেয়া
আগুন তুমি জ্বালো।
শুনছি আমি আগুন দিলে
মৌমাছি যায় চলে,
তোর সাথে যে থাকবো আমি
থাকবি গাছের তলে।
আগুন নিয়ে বড় দাদা ভাই
উঠে পরে গাছে,
আমায় বলে কাস্তে বালতি
রাখিস যেনো কাছে।
ধোঁয়া দিতেই মাছি গুলো
কেমন ছুটে চলে,
বড় দাদা ভাই আমায় বলে
বালতি দেনা তুলে।
বালতি ভর্তি মধু নিয়ে
গাছে থেকে নামে,
এতো মধুর স্মৃতি কথা
লিখে রাখবো খামে।