ঈদ মোবারক
মোঃ বুলবুল হোসেন
ঈদ মোবারক ঈদ মোবারক
খোকার মুখে হাসি,
সাধ্যমত কোরবানি দাও
গরু মহিষ খাশি।
হজ্জ করিতে ধনী ব্যক্তি
মহান প্রভুর ঘরে,
জিলহজ্বেরই দশ তারিখে
পশু কোরবান করে।
লাব্বাইকা আল্লাহুম্মা
লাব্বাইকা লাকা,
পবিত্র ঐ মধুর ধ্বনি
অন্তর সবার পাকা।
নবীজির ঐ রওজাখানা
সৌদির মরুর বুকে,
মুসলিম উম্মাহ্ কান্দে গিয়ে
বিশ্ব নেতার শোকে।
হাসি খুশি ঈদের দিনে
ছেলে মেয়ে নিয়ে,
থাকবো না আর বন্ধ করে
বুকে পাথর দিয়ে।
গরিব ধনির ঈদ আনন্দ
অবুঝ মন কি বুঝে,
ঈদ মোবারক মধুর ধ্বনি
প্রিয় মানুষ খোঁজে।
পাশের বাড়ির প্রতিবন্ধী
কষ্ট না পায় ভাই রে,
সবার উপরে মানুষ সত্য
তার উপরে নাই রে ।