মীরজাফর
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ৩০-০১-২০২২ ইং


দেখতে তোমায়  সাহেব লাগে
জানো ঘোড়ার আন্ডা,
তাই না দেখে তোমার  সাথে
কিছু কুকুর পান্ডা।

খালি কলসি বাজে বেশি
পেশা তোমার  ধান্দা,
দু'দিন আগে রাস্তার মোরে
দেখছি তোমায় কান্দা।

ইট মারিলে পাথর পাবে
শক্তি শালী মোহন,
কোন খেলায় যে হেরে তুমি
পরে যাবে কহন।

মামা বাড়ি গল্প করো
মায়ের কাছে এসে,
গলায় রশি পড়লে বলবে
কেমনে গেলে ফেঁসে।

এক মিনিটের নাই ভরসা
এই দুনিয়ার পরে,
স্বার্থের জন্য পরের ধনে
খবর দারি করে।

মামার বাড়ি খাবার খেয়ে
পাশের বাড়ির  জয়গান,
মীর জাফরের বংশধর তুই
কেনো এতো শ্লোগান।