দাদা বলে চলো নাতি
গরুর হাটে যাই,
গরু আমরা আনবো কিনে
চলো গিয়ে পটাই।
মনের কথা বলছো দাদা
আমিও যে চাই,
সাধ্যের মধ্যে গরু একটা
যদি কিনতে পাই।
মোটা তাজা দেখতে ভালো
কিনব আমরা ঘাটে,
দাদা নাতি মিলে আমরা
কস্তুরী পাড়া হাটে।
বানের পানি থৈ থৈ করে
বলি দাদা ভাই,
সন্ধ্যার আগে আসবো ফিরে
না হলে রক্ষা নাই।
এতো চিন্তা করিস না ভাই
আল্লাহু আছে সাথে,
শত শত গরু মাঝে থেকে
মিলে যাবে অর্থে।