মেঘ বালিকা সই
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১০-০৬-২০২২ ইং
মেঘ জমেছে দূর আকাশে
খুকুর মনটা ভারি,
বৃষ্টি দেখে ভয় লাগে যে
চল রে তাড়াতাড়ি।
ছাতায় বুঝি কাজ হবে না
লাভ কি ধরে মেলে,
বেঁচে থাকলে দেখা হবে
বৃষ্টি থেমে গেলে।
মেঘ বালিকা বলো তুমি
হবে কি আমার সই,
চিড়ে মুড়ি খেতে দেবো
বলো সই তুমি কই।
মেঘ বালিকা পুতুল দেবো
করবে তুমি খেলা,
আমার বাড়ি খেলার মাঠে
বসবে এবার মেলা।
তোমার সাথে বলবো কথা
মন যমুনা ভাসে,
তোমার দেখা পেলে গো সই
মন যে আমার হাসে।