মেট্রো
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৬-১২-২০২১ ইং
সবার প্রিয় মেট্রো শিল্পো
হতাশ হতে পারেনা,
কেন তুমি হতাশ হবে
হিসাব কষে দেখনা।
সবার প্রিয় অমল পোদ্দার
নক্ষত্র ঢাকা বিভাগে,
নারায়ণগঞ্জে জন্ম তাহার
চোখে চোখে রাখে,
ফুটন্ত এক গোলাপ তিনি
বাগানের মাঝে বাস
সবার সুখে হাসেন তিনি
নেই কোনো হতাশ।
ভালো-মন্দের ভিড়ে আমরা
আপনা কে ভাবি,
চলার পথে কত মানুষ
দিয়ে গেছে ফাকি।
জীবন যুদ্ধে অটুট থেকে
কেউতো ছিলো না পর,
পরিশ্রমে মূলধন মিলে
জীবন যুদ্ধে অনর।
জন্ম থেকে মৃত্যু রাগে
শিখেছে গুরু জন,
শিখতে শিখতে শিক্ষক তিনি
পানাম গ্রুপ আপন।
পানাম গ্রুপ মানব তরে
চলছে সেবা দিয়ে,
বলছে কথা পানাম গ্রুপ
বাস্তব চিত্র নিয়ে।
পানাম গ্রুপের জয়ের ধনী
সকল মানুষে কয়,
শ্রমিকের পাশে পানাম গ্রুপ
থাকবে না বুকে ভয়।
বছরের পর বছর চলবে
পানাম সেবা ধারা,
মাথা উঁচু রাখবে সবার
রুখবে আবার কারা।