আমরা কেনো বড়াই করি
মাটির দেহ নিয়ে,
আরজাইল আশিয়া তোমার
জান নিবে ছিনিয়ে।
আজ মরলে কাল দুদিন হবে
চিন্তা করো ভাই,
কি নিয়ে যাবে কাল তুমি
খবর রাখো নাই।
পরের জায়গা পরের জমি
করছো বেদখল,
জায়গা জমিন কিছুই যাবে না
যত লাগাও শিকল।
বাড়ি গাড়ি টাকা পয়সা
সব রবে পড়ে,
সঙ্গে তোমার নিয়ে যাবে
যাও তাহা করে।
পরান পাখি কোন দিন যাবে
কেউ আমরা জানিনা
আল্লাহর রাস্তায় এসো তোমরা
করো না আর ভাবনা।