মাতাব্বর
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২১-০৮-২০২১ ইং
পরের ধনে লুটে খাওয়া
সুযোগে শালার পুত,
পরের বাড়ি কাঁঠাল খেতে
কার না লাগে যুৎ।
যে দিন তুমি পড়বে ধরা
সে দিন দিবে থাবা,
ফান্দে পড়ে কাঁদবে তুমি
বলবে ওরে বাবা।
বাঘের মতো এসে তুমি
মাথা নিচুতে সুৎ,
বলার মতো রইল না কেউ
কে দরে আমার খুৎ।
নিজের কাজে খবর নাইরে
অপরের কাজে ছেদ,
লোকের ভালো দেখলে তোমার
লাগে কেন এতো জেদ ।
তারাই দেখো সমাজে আজ
হয় জ্ঞানী মাতাব্বর,
ভালো মন্দের ধার ধারেনা
সে মারেন কষে চড়।