শান্ত ছেলে বাংলার বুকে
রাগলে পরে চিতা,
ভালোবাসায় সিক্ত হয়ে
জনগণের বংশ মিতা।
ঐতিহাসিক বজ্রকন্ঠের ভাষণ
বাঙালি জাতির গর্বের,
সাতই মার্চ বাঙালি জাতির
স্বাধীনতার পর্বের।
মুজিবের ভাষণে রেসকোর্স
লক্ষ জনতার ঢল,
সোনার বাংলার দামাল ছেলে
বুকে পেলো বল।
জাতির পিতার প্রিয় ভাষণ
পড়ে সবার মনে,
সেই ভাষণ আজ সবার প্রাণে
বাজে খণে খণে।
মার্চ মানে শেখ মুজিবের
স্বাধীনতার ডাক,
মার্চ মানেতো অগ্নিঝরা
প্রিয় দেশটি আঁক।