মায়া
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০২-১২-২০২১ ইং

জীবনে হৃদয় বিদারক
শক্তির  হচ্ছে মায়া,
অলৌকিক শক্তির উৎস
প্রত্যেক জীবের কায়া।

অন্তর মহলে হয় প্রবেশ
তারে ভুলা যায় না,
শতো চেষ্টা বিফল হবে
বের করা যাবে না।

নেশার মোহে অন্ধ হয়ে
পড়ে আছি ঘরে,
বেলা শেষে  সবি  রবে
যেতে হবে ছেড়ে।

ও  মন পাঠিয়েছে যেজন
স্মরণ করো তারে,
ভবের মায়া মিছে কায়া
যেতে হয় ওপারে।