প্রেমের মানে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৩-০২-২০২২ ইং
প্রেমের মানে শীতল পরশ
দক্ষিণা ঐ হাওয়া,
প্রেমের মানে রঙিন স্বপ্ন
রঙের তরী বাওয়া ।
প্রেমের মানে মিষ্টি সকাল
পাখির কলতানে,
প্রেমের মানে ফুলের সুবাস
জেগে ওঠে প্রাণে,
প্রেমের মানে মিষ্টি হাসি
জড়িয়ে এই মনে,
প্রেমের মানেই সুখের বাসর
দোলা লাগে প্রাণে।
প্রেমের মানে ভরিয়ে দেয়
মিষ্টি গোলাপ হয়ে,
প্রেমের মানে তুমি জীবন
থাকবে সাথী হয়ে।
প্রেমের মানে চাঁদনী রাতে
মিষ্টি মধুর আলো,
প্রেমের মানে তারার মেলা
বাসি তোমায় ভালো।
প্রেমের মানে শান্ত ভুবন
দেখবো সারাবেলা,
প্রেমের মানে বিশ্বাস তুমি
সকাল সন্ধ্যা মেলা।