মানুষ রুপি শয়তান দেখি
আছে জগৎ মাঝে,
কুকর্ম করে তারা আজ
আছে সাধু সেজে।
সত্যের বাণী মানে না কেউ
মিথ্যা কথা বলে,
খারাপ কাজে লিপ্ত দেখি
নরো নারী আড়ালে।
ধর্মের দোহাই দিয়ে কেউ
আছে সাধু সাজে,
অপরের ধন নিয়ে তারা
সুখি মনের মাঝে।
অপরের ধন চুরি করে
বিবেকহীনা কাজ,
টাকায় যদি সবি মিলে
লাভ কি থেকে লাজ।
বিবেক-বুদ্ধি মানব জাতি
বইয়ের পাতায় আসলে,
মানুষ হয়ে মানুষকে মারে
পশুর মতো বলে।