মানুষ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৪-০৩-২০২২ ইং
সাতে পাঁচে ধার ধারি না
কোনটা সঠিক কোনটা বেঠিক
বলবো কি আর তরে,
টাকায় কি আর সম্মান মিলে
সমাজ এখন তেলে চলে
সম্মান মিলের পরে।
উঁচু-নিচু বিধাতার দান
তবে কেন এতো ব্যবধান
সম্মান কর্মে মিলে,
মানুষ মাঝেই প্রভু থাকেন
মানুষ মাঝেই সম্মান পাবেন
সবি নিলো গিলে।