জগৎ বুকে মানুষ মাঝে
আছে ভিন্ন রঙ,
কেউ বা হয়তো মাটির মানুষ
কারো মিছে সঙ।
চকচক করলে হয় না সোনা
জ্ঞানী লোক বলে,
বাস্তবে তা মিল রয়েছে
ঝরে অকালে।
কিছু মানুষ একবেলা খায়
মনটা তার সাদা,
কিছু মানুষ টাকার নেশায়
মাখা তার কাদা।
টাকা দিয়ে যায়না কেনা
সব মানুষের মন,
ভালো পোশাক থাকলে পরে
ভালো না গমন।