মানুষ সেবা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৯-০৭-২০২১ইং
সত্য মিথ্যা যাচাই করে
বিচার করতে হবে,
তুমি একজন ন্যায় বিচারক
মানুষ বলবে তবে ।
আবেগে কি জীবন চলে
বিবেক কাজে লাগাও,
ভালো কাজে বাধা আসবে
বিবেক টাকে জাগাও।
স্বার্থ বন্ধ বিবেক খোলো
শান্তি পেতে হলে,
অপরের ধন দেখে কেনো
হিংসার আগুন জ্বলে।
নীতি নিয়ে চলো তুমি
স্বার্থ রাখো দূরে,
গরিব দুঃখীর পাশে থাকবে
দেখবে তুমি ঘুরে।
দশের ভালো করে দেখো
শান্তি পাবে ফিরে,
ভালো কাজের মিষ্টি ফলে
পেয়ে যাবে ধীরে।
মানুষ সেবায় প্রভু খুশি
তোমায় দেখবেন তিনি,
প্রভুর আদেশ মেনে চলো
রক্ষা করবেন তিনি।