মানিক আমার
মোঃ বুলবুল হোসেন
রাতে আঁধারের জোনাকি
কালর মাঝে রং গো,
বলবে কিছু আবোল তাবোল
তবু সে মিষ্টি গো।
নীল আকাশটা ডেকে বলে
এখন সে পাকেনি,
মিষ্টি চাঁদ চার পা খেলেছে
মা বলে ডাকেনি।
আমার ঘরে হীরের আলো
কতো বছর পাই না,
এবার এলো মানিক আমার
আমার কিছু চাই না।
এক মুহূর্ত বছর ভেবে
খোকা কি খেলো না,
কেঁদে কেঁদে মায়ে বলে
ভালো যে লাগে না।