মামার বাড়ি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০১-০৬-২০২১ ইং
ছোট্ট খোকা মাকে বলে
বলি তোমায় শোনো,
যাবো এবার মামার বাড়ি
চাওয়া নাই যে কোনো।
পায়ে হেঁটে যাবো আমরা
মামা বাড়ি কাছে,
আমার লাগি পথে চেয়ে
মামা বসে আছে,
মামা বাড়ির আম কাঁঠালে
আমি খুশি তাতে,
গল্প করে সময় যাবে
সকলে একসাথে।
এবার মা যাবোনা আমি
মামা বাড়ি থেকে,
মামার বাড়ি কাটাবো মা
খুশির পরশ মেখে।