বীণা যাবে বই মেলাতে
মিনার কাছে বায়না,
মায়ে বলে বীণা মিনা
খেতে তরা আয় না।
বীণা বলে চলো দিদি
তাড়াতাড়ি ঘরে,
বই মেলাতে যেতে হবে
বাকি কাজটা পরে।
মা ডেকে বাবাকে বলে
শুনছো বীণার কথা,
বীণা মিনা মেলাতে যাবে
মনে তাদের ব্যথা।
বাবা বলে বই মেলাতে
চলো এবার বীণা,
শত বইয়ের মাঝে থেকে
কিনবে বইটা মিনা।