মেঘ বালিকা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৩-০৯-২০২২ ইং
মেঘ জমেছে ওই আকাশে
মাঠে যাচ্ছিস কে,
আমি হলাম ছোট্ট খোকা
তোদের সাথে নে।
খেলার মাঝে দিন চলেছে
তোরা শক্তি বল,
গল্প হবে তোদের সাথে
আরো থাকবে জল।
মেঘ বালিকা বন্ধু আমার
ডাকবো তারে চল,
এই মাঠেতে আসবে ছুটে
মেঘ বালিকার দল।
তাই না শুনে সবাই বলে
আমরা খোকার দল,
তোকে ফেলে কোথায় যাবো
তুই যে মোদের বল।