লোভে পাপ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২০-১০-২০২২ ইং
মাছ ধরতে রহিম মিয়া
ফেলে ছিল জাল,
মাছের ঝাঁক কে ধরতে পেলে
রহিম হবে লাল।
সেই আশাতে ধরছে এখন
মনের সুখে গান,
বড় ভাইয়ে বলে যখন
দেনা জালে টান।
তাইনা দেখে পাখি গুলো
বেঁধেছে যে দল,
বক গুলোকে ধরবে এবার
করছে রহিম ছল।
জালের ভিতরে মাছকে দেখে
রহিম মিয়া লাল,
মাছ গুলোকে ধরে নিয়ে
ভরছে পাখির গাল।
রহিম মিয়া পাখির দলের
দেখে এমন হাল,
ফাঁদের ভিতর পা দিয়েছে
তুলছে যখন জাল।
বন্দী হয়ে পাখির দলে
বেঁচে থাকা দায়,
বাসায় ছানা মারা যাবে
পাখি করছে হায় হায়।