সাগর জলে জন্ম তোমার
লবণ তোমার নাম,
সকল মানব তোমার গুণের
করে যায় সুনাম।
লবণ ছাড়া খাবার মাঝে
হয়না কভু স্বাদ,
লবণ ছাড়া খাবার তুমি
শুধু অপবাদ।
ভর্তা বাজি সবজি মাছে
লবণ সকল কাজে,
বিভিন্ন পদের খাবার খেলে
লবণ সবার মাজে।
লবণ ছাড়া রান্না অচল
পার হবে না দিন,
তিতার মাঝে স্বাদ তুমি
প্রয়োজন চিরদিন।
জগৎ মাঝে সকল কাজে
আছো তুমি রোজ,
তোমায় ছাড়া হয়না কারো
সকাল-বিকাল ভোজ।