লাগাম বিহীন বাজার
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৮-১১-২০২১ ইং
ঘোড়ার মতো ছুটে চলছে
দ্রব্য মূল্যের ঐ দাম,
লাগাম বিহীন বাজার এখন
কি বা হবে তার নাম।
কেমন করে সংসার চলবে
দ্রব্য অগ্নিমূল্য,
খালি চোলা গৃহে জ্বলে
কে দিবে তার মূল্য।
দুই টাকা রুজিতে আসে
হিসাব কষি যতো,
বিড়াল কি আর চলতে পারে
হাতির ছানার মতো।
আছেন যতো সমাজ নেতা
ভেবে দেখেছেন ভাই,
নিচের দিকে লক্ষ করেন
এদের পাশে কেউ নাই।