লাড্ডু
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২২-০২-২০২২ ইং
মাসতুরা ছুটছে বাড়ি
লাঠি মায়ের হাতে,
এবার বুঝি যাবো ছাড়ি
কামুর লাগে দাঁতে।
বইটি পড়ে বাড়ি এসে
মায়ে থাকবে সাথে,
নয়তো ঠেলা বুঝবে শেষে
খেতে হবে রাতে।
বাবা গেছে মাছ ধরতে
আমাদের ঐ বিলে,
মায়ে যাবে রান্না করতে
লাড্ডু খাবো গিলে।