ছোট্ট কুটির
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৩-০২-২৩ ইং
আমার গাঁয়ের ঘরখানি ভাই
ছোট্ট একটি কুটির,
সারাবেলা হই হুল্লোতে
সন্ধ্যায় ফেরার অধীর।
রাত্রিকালে শোবার ঘরে
কতো হয় পরিষ্কার,
মাটির গন্ধে ব্যাকুল হয়ে
নিঃশ্বাস নেই বারে বার।
হেরিকেনের আলো দিয়ে
টেবিলে হয় পড়া,
বইয়ের পাতায় পাঠে হতো
মজার মজার ছড়া।
বেঁচে থাকার তাগিদে এখন
আছি ঢাকা শহর,
গ্রামের স্মৃতি আঁকড়ে ধরে
কেটে যাচ্ছে প্রহর।
উঠোন কোণে আম কাঠালের
গাছ এখন দাঁড়িয়ে,
তারা এখন সাক্ষী দিবে
চলতাম যে গড়িয়ে।
দাদি বলতো পুকুর পাড়ে
কত পাতা ঝরা,
কুকিল ডাকে গাছের ডালে
নতুন পাতায় ভরা।
কত স্মৃতি এখন শুধু
ভাসে নয়ন জলে,
বালি দিয়ে খেলছি কত
ডালিম গাছের তলে।
ঘুনিপাড়া গায়ের কথা
বুকের মাঝে বাজে,
রাস্তাঘাটে কাঁদা মাখা
কত স্মৃতি মাজে।