কুসংস্কার
মোঃ বুলবুল হোসেন

হিন্দু মুসলিম সবাই মিলে
আমার দেশের হবে জয়,
সৃষ্টির সেরা মানুষ মোরা
এই কথা কি বলতে হয়।

কেনো এতো হানাহানি
বুকের মাঝে লাগে ভয়,
দাঙ্গা ফ্যাসাদ বেড়া জালে
আমরা আর থাকবো না হয়।

ধর্মের মত ধর্ম চলবে
এই কথাটা নয়তো ভুল,
মানবসেবা করো সকল
হবে কোথাও তারো তুল।

দেশের জন্য যুদ্ধ করতে
ভুলে ছিলো সকল জাত,
ভুলে গেছি একদিন মোরা
ধরে ছিলাম হাতে হাত।

হিন্দু মুসলিম বৌদ্ধ মিলে
সবাই মোরা করি বাস,
এক থালাতে খেতে পারি
চলতে পারি বারো মাস।