কষ্টের নাম জীবন
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৮-০৯-২০২২ ইং
জন্ম থেকে জ্বলছি মাগো
ভয় পাই না পোড়াতে,
আর কতো কাল জ্বলবো আমি
ভুল নাইরে গোড়াতে।
ন্যায়ের সাথে চলছি বলে
কতো কিছু মানছি,
আঘাত পেয়ে হাল ছাড়িনি
অতীত থেকে জানছি।
আমি না হয় এক বেলা খাই
জীবন আমার সস্তাই,
বীরের বেশে চলছি আমি
কে বলেছে পস্তাই।
ভালো কাজে কষ্ট বেশি
সেই কথাটাই বলছি,
ছেঁড়া জামায় শান্তি মিলে
বলো আমি মানছি।